পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রীতি পঞ্চায়েত

ছবি
     ব রাক উপত্যকা বাংলা সাহিত্য সম্মেলনের হাইলাকান্দি অধিবেশনে সঞ্চালক বিল্বদল দেব তার স্বাগত ভাষণে সবার শেষে উল্লেখ করে রঞ্জন সেন এর নাম । এবং প্রধান অতিথিকে ডাকেও অন্তিম পর্বে । রঞ্জন তাতে কিছু মনে করে নি । বাকি যারা তার সঙ্গে সভায় বসেছিল তাদের বেশির ভাগই কলকাতার ঢাকার সিলেটের স্বল্পখ্যাত বুদ্ধিজীবী । মন্ত্রী আর প্রশাসনিক প্রধানরা ঘিরেছিলেন  রঞ্জনকে । রঞ্জন সেন তো ঘরের ছেলে । বিল্ব তাকে সম্মান জানিয়ে বলে, রঞ্জনদার ঘরে ফেরা । মহানাগরিক হয়ে যাওয়া রঞ্জন সেনকে একটু সুক্ষ্ম খোঁচায় বিদ্ধ করার প্রচেষ্টা । হবে হয়তো, কথার মারপ্যাচ কত রকমেরই হয় । ওসব কেয়ার করে না রঞ্জন, ডাউনমার্কেট কথাবার্তায় থাকে না সে । শ্রীচৈতন্যের মতো বাংলা সাহিত্যবাসরে রঞ্জন সেন এর রাগ দেখে নি কেউ, এট লিস্ট তার উত্তরাশ্রমে । অলওয়েজ লাভারবয় ভাবমূর্তি । শুধু প্রেমের গল্প লিখলেই হবে না, ইমেজটাও ঠিক রাখতে হয় । বলতে হয়, মেরেছিস কলসির কানা তা বলে কী প্রেম দেব না । তবে, যাদের বই বিক্রি হয় না, যারা হিংসুটে, ওরা বলে বড্ড বানিয়ে লেখে লোকটা । এত সাজুগুজু করে পরিপাটি করে নৌকা ভাড়া করে, সেন্ট পারফিউম মেখে কী করে যে অপেক্ষা