পোস্টগুলি

মার্চ, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
  Free e-book RanabirPurkayastha downloadfullpdf

স্বপ্ন স্বত্ব

       আ মার বাবার বাড়ি আমি দেখিনি জীবনে। একশ বছর আগের এক পোষ্টকার্ড দেখেছি। ১৯১১ এর ২রা অক্টবর কলকাতা বড়লাটের অফিস থেকে পাঠানো ঠাকুর্দা রজনীকান্ত দেব - এর নামে। সরকার বাহাদুর সন্তুষ্ট হইয়া তোমার মাসিক বেতন একপয়সা বাড়াইয়া দিলেন। রাউলি পাঠশালার শিক্ষক ছিলেন তিনি। ঠিকানা রাউলি, পরগনা ছাতক, জিলা সিলেট। আমার মায়ের বাড়িও দেখা হয়নি। সিলেট সিভিল হাসপাতালের গায়ে দাড়িয়াপাড়ায় জন্ম হয়েছিল মার। শহরের মানুষ মামারা দেশভাগের পরও থেকে গেলেন সিলেটে, কিন্তু থাকতে পারেননি শেষ পর্যন্ত। ঘরছাড়া হয়ে ইণ্ডিয়ায় চলে আসতে হয়। পাকিস্থান হওয়ার পর এক অদ্ভুত আইনে মামাদের অর্ধেক বাড়ি নিয়ে নেয় সরকার। কর্মচারি আবাসনের জন্য। বাকি অর্ধেক কোনো রকমে বিক্রি করে লুকিয়ে টাকা-পয়সা নিয়ে চলে আসেন এপারে। ভারত পাকিস্থান যুদ্ধের পর ছেড়ে যাওয়া সব হিন্দুসম্পত্তি শত্রুসম্পত্তি হয়ে যায়। রাউলির বাড়ি কেউ দখল নেয়নি। সাতঘর মানুষের এক ছোট গ্রামের দখলই বা কে নেবে। কোনো ব্রাহ্মণ ছিল না গ্রামে, ঠাকুরমশাই পূজাপার্বণে আসতেন খুরমা নামে পাশের গ্রাম থেকে। খুরমা খুব দূরের গ্রাম নয়। নদীর এপার আর ওপার। একঘর মাত্র সম্পন্ন শিক্ষিত গৃহস্থ রজ