বাজার - রণবীর পুরকায়স্থ



     

 করমুজকান্দি বাজারের জাতই আলাদা ।  নতুন জেলা হাইলাকান্দির একমাত্র রবিবারের হাট । বরাক, কুশিয়ারা, ধলেশ্বরীর যখন একটিমাত্র জেলা তখনও করমুজকান্দিই ছিল একমাত্র রবিবারের বাজার ।

     এই কাছেই, জানকির বাজারে সারা শনিবার রাতভোর বাজার হয় । দুপুর থেকে হাঞ্জারাত পর্যন্ত সব হাটের যেমন , শনিবারি বাজারেরও আলাদা কিছু নেই। শুধু চেনা পসরার বিকিকিনির সাথে ‘থিথি থরর হ
ই’ অবিরাম শুনতে শুনতে একসময় বাজারের মাঠ শুধু গরুতেই ছেয়ে যায়। বসে গরুর বাজার গরুর বাজার, না চোরের বাজার, ঠগের হাট । তেলগুড় খাইয়ে একপোয়া দুধআলি গাইকে পাঁচসেরি করে দেয় বেঁচে । নাক কান ছিঁড়ে , ব্যাঙ্কের নথ খুলে চোরাই গরু বেচে দেয় খোলাোখুলি । রাতভোর বাজারে পুলিশের তৎপরতা থাকে ভাল, আদায়ও হয় ভাল ।
       সকাল দশটায় পুলিশের গাড়ি থেকে নামতে নামতে কনস্টেবল বাবুল মিয়া হাই তুলে। দুই হাত উপরে উঠিয়ে আড়মোড়া ভাঙ্গতে ভাঙ্গতে বলে,
---   হারা রাইত ঘুম নাই আইজ্ঞা। তেও কই, করমুজি বাজারর জাতঅউ আলেদা ।
  হাইলাকান্দি আর লালা শহরের ঠিক মধ্যবিন্দুতে করমুজি বাজার । সরকারি পরিবহনও রবিবার সকাল বিকাল দুই খেপ বেশি বাস চালায় । বাজারের কথা মাথায় রেখেই । বাজারের সামনে তো অন্যদিন দুমিনিটের থামা। বাজারবারে পনের মিনিট পাক্কা! বেশিও হয়ে যায় কখনও। মণির কাকার এক গেলাস মাগনা চায়ের লোভে দেরি করে দেয় ড্রাইভার । শিলকুড়ির রামুর সিঙাড়া যেমন বিশুদ্ধতায় বিখ্যাত, কাকার চাও তেমন। কাকা নিজের হাতে গেলাস গরম জলে ধুয়ে এক এক কাপ করে না ফুটিয়ে চা করে । কাপের মাপে ছোট গেলাসে এক টাকার চা । মণির কাকার চা খেতে শহুরে মানুষের ভিড়ই হয় বেশি ।
     সব বাসগাড়িই কাকার দোকানের সামনে এসে থামে । তেপথি মোড়ে থামলে প্যাসেঞ্জার হয় বেশি । বাজারবারে বেশি সময় থেমে থাকায় কেউ খুব অখুশি নয় । বাজারি, বেপারি , ড্রাইভার, কনডাক্টার, হেন্ডিমেন  আর সরকারি নিগম সবাই খুশি ।
     চিঁড়ে চ্যাপ্টা ভিড় , উৎকট গাত্রগন্ধ , আর বাসে উঠেই ‘ছারতায় না নিবা’ হাঁকেই রবিবারি বাজারের শেষ মজা । ঐ হাঁক যেন  হে আল্লা বা হরিস্মরণ । কেউ কিছু মনে করে না । ড্রাইভার কন্ডাক্টরও যাত্রীয় জয়যাত্রার আদুরে সম্ভাষণ বলে মেনে নেয় । কথক তো হেঁকেই নির্বিকার , কোমরে প্যাঁচানো খুতির অবস্থান দেখে রডে হাত বাড়ায় , হাতে বাঙ থাকলে সিটের নীচে চালান করার চেষ্টা করে , বাজারি মানুষের গালাগাল খায় , সহ –বেপারির সহানুভূতিও পায় ।
      --- অতাউ ইখানোর মজা , আমার বাড়ি তো স্যার আলগাপুরো, দেখি। ঘুমঘোরে ‘দেখি’ কথাটা আলগা করে বলে বাবুল কনস্টেবল ।
       আলগাপুর, সরসপুর, মোহনপুর ,কুচিলা এমনকি বাঘবাহার , আইরংমারা থেকেও দল বেঁধে মানুষ বাজার বাহার দেখতে আসে । দলে দলে রঙ বেরঙের সোয়েটার চাদর জড়ানো মানুষজন । এরা সবাই ক্রেতা নয় শীতকালের মর্নিং  রাইডার এদিকের লালা রাজ্যেশ্বরপুর ওদিকের হাইলাকান্দির মধ্যবিত্তরা দুরকম বাসে, অটো, স্কুটার, বন্ধুর বাইকে , উচ্চবিত্তরা নিজের গাড়িতে , গাড়ি ওয়ালা চাকুরেরা অফিসের গাড়িতে ।
     অন্যপ্রান্তিক শহর লালা থেকে আসে হাটের মুখ্য বেপারিরা । ছোট এবং বড় ব্যাবসায়ী । তুলারাম সিপানি, করমচান্দ সুরানা , ভবানীচরণ এরা আসেন ধোপদুরস্ত ধুতি শার্টের উপর ময়লা বুঝার উপায় নেই তুষ চাপিয়ে, সরকারি বাসে । হাজি সাহেব আর লাতু মিয়া মাটিতেলের ডিপুআলা, কাটলিছড়ার বাসে । তাদের হাতে থাকে সাধারণ সুতি কাপড়ের থলে , দামী বেসাতির জিনিষ কিছুই নেই, আছে শুধু কাগজপত্র । তাগাদার কাজে লাগে
     গরিব গুর্বোরাও হাটের লোভ ছাড়তে পারে না ওরাও আসে । ওদের জন্য ও আছে নানা প্রলোভন । করমুজি বাজারের যে জাতই আলাদা । এখানে আসতে তাই দাদনদার মহাজনেরা ভোলেন না।
     পাশের সব চা বাগানেই শনিবারে হপ্তা । মানে তলবদিন । কুচুর মুচুর হাড়িয়া মাড়িয়া খেয়েও যা বাঁচে তা নিয়ে রবিবারের মজা ও হলো, দুপয়সার সওদা হলো, মহাজনরা তো বুঝে শুনে বাকিও দেয় । চাষিদের ও তেমন কিছু না থাকলে গান্ধিপোকায় খাওয়া আধপচা লাউ দুটো নিয়েই বাজারে চলে আসে । বাজারে বাসে আট আনার এক গেলাস সিদ্ধ চা , চার আনার টুস বিস্কুট , একটা খাওয়ার একটা খাওয়ানোর মোট দুটো বিলাসি বিড়ি চাইই চাই ।
      মহাজনেরা জানেন, খাতককে চোখে চোখে রাখতে হয় । আদায় আশু না হলেও চলে। গরিবরা তাদের শত্রু ভাবে না । চাষিদের  কুলি – কামিনদের সারা বছরের , পরবের প্রয়োজন মেটাতে এঁরা সদা প্রস্তুত । বাচ্চাদের রঙিন জামা, বৌ বেটিদের বেলাউজ , আর গামছা ধুতি , লুঙি , অসময়ের নগদ টাকা সবই এরা পায় । ধান উঠলে বা বোনাস পেয়ে আদায় না করলে বকুনিও খায় কষে । আবারও পায় । সব মহাজনদেরই কল্পতরু দোকান আছে বাজারে । কর্মচারী চালায়, বেছে বেছে বাকি দেয় । শহরে আড়ত আছে সবার । লাতুমিয়ার তো কেরোসিনের ডিলারশিপও আছে । বাজারে তারা সবার সুখ দুঃখের শরিক হতেই আসেন । গরিবের ভগবান ফেরেস্তারা চেনেন ও সবাইকে বালবাচ্চা সমেত ।
--- মানুষ খারাপ নায় স্যার । এরা জুলুম করে না । আমরার কুনু কেইছ নাই । বাবুল মিয়া হাতের ডাণ্ডা মুছতে মুছতে বিশেষজ্ঞের মন্তব্য করে ।
   এইসব ভগবান ফেরেস্তাদের পাশাপাশি গাদাগাদি হয়ে গরুর গাড়িতে ছোট ব্যবসায়ীদেরও পসরা আসে। বাজার সাজিয়ে বসলে শুরু হয় প্রতিযোগিতা । বাকি সময় তো ‘চল থি থি’র তালে সারে সারে দল বেঁধে চলা । মঙ্গলচণ্ডীপুরের আশে পাশে লালা, কৃষ্ণপুর , কয়া, কাটলিছড়া , নতুনবাজার ,মণিপুর, রাজ্যেশ্বরপুর , ঝাঁপিরবন্দ , গাগলা-ছড়ার হাট ছন্তরেই বেপারিদের সব বেসাতি , শীত গরম বর্ষায় তেরপাল বাঁধা হয়ে রাতের পর রাত এক বাজার থেকে অন্য বাজারে ঘুরেই চলেছে ।
    ‘হের থি থি’র শব্দে নতুন গাড়ির সারি এসে থামে আজান ডাকের ভোরে । দোকান দখল আর সাজানোর হুড়োহুড়ি লেগে যায় । তখন আর সারা রাতের আত্মীয় স্রীদামদাকে দাদা মনে হয় না, এক খেলার শত্রুতায় মেতে যায় সবাই ।
     গরুগুলিও চড়ে খেতে যায় । দল চেনে তারাও । বেড়া ভেঙে ক্ষেতে ঢুকলেও দল বেঁধে ঢুকবে । খোয়াড়ওয়ালা রামচন্দ্র সাউ সব কটাকে চেনে । ধরে না বন্দোবস্ত আছে বলে ।
 --- আমরারও আছে স্যার। বন্দোবস্ত ।
     উর্দিপরা কনস্টেবল বাবুল মিয়ার সরলতায় উদ্বিগ্ন এ এস আই চক্রধর হাতের লাঠি জিপের বডিতে টং টং করে । বলে,
--- ওবা ইন্তাজ , চলো বাজার ঘুরিয়া আই , বাবুল চল রে বা । নন্দী সাবে গাড়িত থাকি খেয়াল রাখইন ।
    তিন পুলিশ বাজারের দিকে যায় । বাবুল যাওয়ার আগে বলে যায়,
   --- বুঝইন  অউত্ত তো স্যার। আমরার এড়িয়াত পড়ে ।
  ড্রাইভার এন্তাজ আলি, এএসআই চক্রধর দাশ আর বাবুল মিয়া , এই পুলিশের টিম । ব্যাঙ্ক ম্যানেজার মহাজন নন্দী এদের বুঝবার চেষ্টা করে । সেই ভোর আটটায় স্টার্ট দিয়েছে , কৃষ্ণপুর, কয়া, নতুনবাজার , আয়নারখাল ঘুরে ধুলো উড়িয়ে সকাল দশটায় করমুজি বাজারে এসেছে । সারা রাস্তা কনস্টেবল বাবুল মিয়া একটানা কথা বলে গেছে তার মতো । মহাজন নন্দী ও নিজের মতো সাজিয়েছে এই হাট আর হাট নিয়ে সব বৃতান্ত ।
       সরল কনস্টেবল ভেবেছে নতুন ম্যানেজার শহুরে মানুষ, গ্রাম চেনে না , জানানো গেল । মহাজন দশ বছর আগে এই তল্লাটে ,একই শাখায় , ভিন্ন পদে কাজ করে গেছে । সব কিছুই তার বড় চেনা , তবু বার বার নতুন লাগে। সব নতুন, দৃশ্যে আকারে ঘ্রাণে । 
       এএসআই চক্রধর কী তাকে গাড়ির জিম্মায় রেখে গেল। ধুর! পুলিশের গাড়ির আবার  কিসের তত্বাবধান ।
      মহাজন গাড়ি ছেড়ে আয়নাখাল বাগানের দিকে যায় । ফ্যাক্টরির গেট থেকে বাজার শুরু। আঁটি বাঁধা লাইশাক, ধনিয়াপাতা , আলুপাতা, পালইশাক, হেলাইঞ্চার আঁটি , ভাগা করে ঠুনমানকুনির সঙ্গে চার টাকা হালির আদাজামির কয়েকটা নিয়ে বাগানের কিশোরী তার লাজুক পশরায় এক দামের গোঁ বজায় রাখতে বদ্ধপরিকর । ক্রেতারাও দরদাম না করে কিনবে না বলে ওকে এড়িয়ে যাচ্ছে।                                        
       পাশেই কৃষ্ণপুরের বিখ্যাত ফুলকপির ঢেরি হুড়োহুড়িতে উধাও হয়ে যাচ্ছে। জানুয়ারির প্রথম রবিবার , উত্তরায়ণের বাকি কদিন । লালমূলো একটু কুলীন , সাদামূলো মুখ দেখিয়েছে । মেড়ামেড়ির পর একমাত্র সাদাই চলবে ফুরিয়ে যাওয়ার আগের কটা দিন ।
       আলু পেঁয়াজ ছাড়িয়ে চালের বাজারে নতুন বৈচিত্র , বিরইন চাল কেনে শহুরেরা । হাকরাইতের জন্য বেছে বেছে চুঙাও কেনা হয় এখান থেকে । যত কচি তত গন্ধ । সেদ্ধ ভাত খাওয়ার জন্য ভাজা সর্ষের তেল কেনে হুঙ্গিয়া হুঙ্গিয়া। 
       ভার, টুকরি ভর্তি করে কমলা রঙের গুয়া আসছে , যা ঘা আর ভি র হিসেবে বিক্রি হচ্ছে আর মস্ত মস্ত বস্তায় ঢুকছে ।
      মশলাপাতিতে এক টাকার সর্ষের তেল , চার আনার লবণ , দশ পয়সার গোটা হলুদের খদ্দেরই বেশি ।
      লইটকা, টেংরা , কেচকি আর ইচার শুটকির সঙ্গে হাঁড়িতে সিদল নিয়ে পাশাপাশি কয়েকজন দোকানি হাঁকছে, বাংলাদেশি হিদল বাবু ।
       সিদল শুটকির দোকানের একপাশে মুড়ির লাড্ডু , চিড়ার লাড্ডু , গুড়, চিটা , তামাকের দোকান । তামাকের গন্ধ অনেক দূর পর্যন্ত যায় ।
       পিতলের ডাবা , কাঠের ও রাবারের নলে একটি ফারসি হুক্কা ছিল দাদুর, বাবাও খেয়েছে কিছুদিন, এখন কেউ খায় না । মাঝে মাঝে মহাজন রবারের নল টায় গন্ধ শোঁকে, শৈশবকে ডাকে। শৈশব জবাব দেয় ‘ গুড় গুড় গুড়র’ ।
       খাম্বিরা তামাকের অহংকারী গন্ধ মহাজনকে আবিষ্ট করে রাখে অনেকক্ষণ। এত বেশি কেজো হয়ে গেছে জীবন , মহাজন অবাক হয় , ভাবে এক বছর হল পোস্টিং পেয়েছে , কোথাও বেরয় নি । কত পরিচিত এলাকা তার ।
       ছোটবেলায় আয়নারখাল বাগানে এসে থেকেছে । ভুলু মামার বাড়ি গেছে ভিসিংসায় । বড় মামার বাইণ্ডার ছিল ভুলু মামা , ভুলু মিয়া । সে সব তো বড় হয়ে জেনেছে । সে জানত ভুলুমামা বড়মামারই এক ভাই। জানত না ভুলু মামাকে কেন কলাই করা থালায় আর এনামেল গ্লাসে একা একা ভাত খেতে দেওয়া হয় । ওর বাসন ওকেই ধুয়ে রাখতে হয় ।
      হাইলাকান্দির শৈশব ভিসিংসায় বেড়াতে যাওয়ার মতো , বিশ্বনাথ টকিজে নীলাচলে মহাপ্রভু দেখা , ধলেশ্বরী নামের স্বল্পতোয়া নদীটিকে শুধু নামের গুণে ভাল লাগা, আর ছোটমামার পাঠশালা , কখনও দেখে নি তবুও নিশ্চিন্তপুর পাঠশালাটি বড় প্রিয় ছিল তার ।
        হার্বাটগঞ্জ বাজার । বিকেলের বাজার দেখা শুরু হয় পুলের রেলিং এ উঠে, বাজারময় সাদা মাথার মেলা । তকি মাথায় মুসলমান হাটুরের সংখ্যাই বেশি
ছিল তখন । মাছ মাংস ওজন করে কিনত না কেউ । ছোট মাছের ভাগা আর বড় বলতে তো রুই কাতলার পেটি আর গজের চাকাছিল তুষের উপর বসানো সাদা সাদা বড় হাঁসের ডিম আর ছোট মেটে রঙের মুরগির ডিম , দেশিই সব । হিন্দুবাড়িতে তখন সরাসরি মুরগি বা মুরগির ডিম কেনার রেওয়াজ ছিল না । উঠনের লুকনো কোণে ভুলুমামার তদারকি আর বাসন বর্তনের যোগানে বড় মামা রান্না করতেন, মুরগির ঝোল আর কলাপাতায় ভাত । সে এক মোচ্ছব হতো ।
  --- স্যার, ছাওয়াত গিয়া বইন , আমরা অখনঅউ আইয়ার, সাইকেল দেখলেউ স্যার... ।
    বাকিটা ইশারায় বুঝিয়ে দেয় । শুধু এই কথাটি বলার জন্য বাবুল মিয়ার উদয় ও অন্তর্ধান ।
    মহাজন ছায়া খোঁজে । জিপটার কাছাকাছি ফিরে এসেছে আবার । সামনেই নেপাল মাস্টরের চায়ের দোকান। বাঁশের নড়বড়ে বেঞ্চি দুটো দোকানের দুপাশে । মহাজন তারই একটিতে বসে ফাৎনায় মনোনিবেশ করে , হারানো সাইকেল খোঁজে
     পুলিশও খুব মজা করছে সেই সকাল থেকে । এন্তাজ আলি যে এমন একটা ঘটনা ঘটিয়ে দেবে ভাবতে পারে নি মহাজন । কাণ্ড তো কী একটা সাইকেল চুরির তদন্তে গোটা মহকুমা তোলপাড় করে তুলে এক বেলায় ।
--- ওই বেটার সাইকেল দেখইন স্যার ।
       নেপাল মাস্টর বলে। নেপাল মাস্টর চাওলাও জেনে গেছে তার সাইকেল হারানোর গল্প । চায়ের কাপ হাতে মহাজন সাইকেল আরোহীকে দেখে । তার নয়, এক মণিপুরি হাটুরের নিজের বাহন । উৎসুক নেপাল হোটেলওয়ালাকে হতাশ করে মহাজন ।
    সাইকেলের কথা আর ভাবতে চাইছে না মহাজন, আলাদা জাতের এই বাজারটা তাকে আচ্ছন্ন করে রেখেছে ।
   --- আইচ্ছা মাস্টর ইখানো মাছর বাজার বয় না ।
  মহাজনের কথার জবাবে মাথা নাড়ে নেপাল । তারপর ভুড়ুৎ করে নাক ঝেড়ে লুঙিতে মুখ মুছে নেপাল জ্ঞননিষ্ঠের মতো জানায় ,
   --- না স্যার, মাছ ইখানো কে কিনত , সব তো বাগানর কুলি আর গাউর লেংটা লুংটা মানুষ । অই ডালাত করি ইচা পুটি মকার ভাগা লইয়া বই রইছে দুই একজন । বাজার তো হইল হউ , আপনারা যার টানে আইন ।
    --- মুরগি নি।
    --- না স্যার, ই বাজারর জাত অউ আলাদা । ই বাজারর জাত অইল তার পাঠা আর ছাগল । যাইন না ,দেখিয়া আইন । দেখলেউ কিনার হাউস অইব ।
     যাবে বলে এগোয় । ইতিমধ্যে একটা লোক মরা মুরগি একটা, কেজি দেড়একের হবে , নেপালের রান্না ঘরের সন্তর্পণে রেখে দেয় । একটা লেনদেনও হয় । মহাজন দেখে হোটেলওয়ালা লোকটাকে একটা পাঁচ টাকার নোট দেয় ।
    গ্রাম দরিদ্রের সব স্নেহের পুত্তলি, ছাগশিশুতে ছেয়ে আছে বাজারের বড় অংশ । সাদা, কালো আর পিংলা রঙের মুখ্যত । একজনকে চিনতে পারে মহাজন, ধনু মিয়া, আরটিও লোনি । ট্রাক নিয়েছে ছমাস হলো , শোধ দেয়নি একটি কিস্তিও । কুচিলা থেকে এসেছে বোনের বিয়ের পাঁঠা ছাগল কিনতে । .
    --- ইখানো খুব সস্তা স্যার , কিনঅইন না একটা ।
    --- কিনতাম তো বা, তে নিমু কেমনে ? 
   --- আপনার তো পুলিশর গাড়ি অউ আছে । তারা না নিলে আমি পউছাই দিয়া আইমু নেমকবুলদা, স্যারর লাগি একটা কচি দেখি দেও । জান নি
তাইন কে ।
 --- ওবা ধনু ।
--- না স্যারে, ইতা ঠগ হাবুগুলি । একটু ডর দেখানি লাগে । একটু কম নিব । এমনেউ দাম বেশি নায় , আশি টেকার উপরে দিবা না । মাছও খুব দাম আইজ কাইল । জানইন নি স্যার , ই বাজারর নাম আমার এক বুজুর্গর নামে । ঠাকুরদার দাদু, করমুজ মিয়া ।
    ধান্দাবাজ ছেলেটির হাত থেকে ছাড়া পেতেই উল্টো দিকের গাছতলার একটি কালো নধর বাচ্চা পাঁঠা নেড়ে চেড়ে দেখে মহাজন । তখনই , তার ঘাড়ের উপর শ্বাস ফেলে এক ধূসর জিনস প্যান্ট জ্যাকেট পরিহিত সুপুরুষ । যার মুখশ্রীর খুঁত তার সামনের পাটির দুটো দাঁতে ফাঁকা জমি । মুচকি হাসিতে নিজের পরিচয় দেয় রোদ চশমা হাতের মানুষটি ।
    --- মিস্টার এফ এ বড়ভূইঞা , এএসইবির এসডিও, এলিয়াস ফকির আহমেদ ওরফে রুপাই মিয়া আর্টিস্ট । আর আপনে, মানে তুই । তুই একটা কালা পাঠা ।
       অবাক আনন্দের অভিব্যক্তি মহাজনের । বন্ধুকে দেখে । বন্ধু বলে,
 --- তুইন বেটা মাজন , করমুজিত তর কিতা কারবার ।
      রুপাই জানে না মহাজন আবার বদলি হয়ে মঙ্গলচণ্ডীপুর চলে এসেছে । এরকম তো হয় না একই জায়গায় দুই টার্মে খুব কম বদলি হয় । মহাজন জানায় সব বৃতান্ত বন্ধুকে । এক বন্ধুর হাতে কাঁঠালপাতার কিতা আর আর একজনের হাতে ছাগলবাচ্চার গলায় বাঁধা দড়ি ।
     ধনুমিয়া মহাজনের হাত থেকে কৃষ্ণবর্ণ ছাগ শিশুটিকে উদ্ধার করে । বলে,
    --- স্যার বাড়ি পৌছাই দিয়া আইয়ার ।
 --- আরে কিতা মাতো বাদরদাম করলাম না , কিনলাম না , বাড়িত দিয়া আইতায় কিতা ! আর তুমি যাইবায় একদিকে আমি যাইমু উল্টা ।
    মহাজনকে আশ্বস্ত করে অবিশ্বস্ত আরটিও লোনি ছোকরা জানায় ,
   --- ইতা ভাবইন না যে স্যার , আপনার গাড়ি তো রইছে আমার কাছে ।
   মহাজন বুঝে অকৃতজ্ঞ ব্যাঙ্কঋণী তার বন্ধকের গাড়ি স্যারের উপকারে লাগাতে চায় । তাই বলে,
   --- হি নায় অইব , দাম ফুরাও ।
  --- ইতা অই যাইব স্যার, একলগে অতটাইন কিনিয়ার ।
  --- কেনে আমারটা মাগনা নি ।
   মহাজনকে বিরক্ত হতে দেখে ফকির আহমেদ ইঞ্জিনিয়ার পাশ থেকে বন্ধুকে সমঝোতার শর্ত দেয় বলে,
 --- পছন্দ অইলে কিনিলা , পৌছানির প্রবলেম অইত নায়, অনুকূল তরে পৌছাই দিয়া আইব নে পাঠার লগে ।
  --- অনুকূল কে বে ।
  --- আমার ড্রাইভার ।
   --- আর তুই যাইতে নায় ? তে আর পাঠা কিনলাম কেনে ।
   --- তবা তবা । তর ইতা ছেদ মারা গোস্ত খাইমু নি আমি ।
  --- আইচ্ছা অইব নে , অখন রায়ট লাগাইছ না । আইবায় তো বা বড়ো ভুইয়া ।
    মহাজন নন্দী চরাচর লুপ্ত অবস্থায় বন্ধুর মুখের দুটো দাঁতহীন গহ্বরের দিকে
তাকিয়ে শুনে খাম্বিরা তামাকের ডাক । দাদুর ফারসি হুক্কার জলভর্তি ডাবায় উথাল পাথাল মন্দ্রধ্বনির ডাক শুনে ‘গুড় গুড় গুড়র’ ।
   পুলিশ, পুলিশের গাড়ি , হারানো সাইকেল , চক্রাকারে ঘুরে আসা ধুলোউড়ি পথ, মরা মুরগি, কচি পাঁঠা সবই এক অপ্রতিম প্রভায় দেবদেহে যেন লীন হয়ে যাচ্ছে যে ছিল তার বাল্যসখা , বন্ধু থেকে ক্রমশ নিয়েছে ব্যাপ্তি । বাঙালির ইতিহাস থেকে উঠে এসেছে বারো ভুইয়ার এক ভুইয়া হয়ে
   --- বড়ো ভুইয়া কইয়া ইয়ার্কি মারিও না , আমরার ধমনীত বারো ভুইঞার রক্ত বর রে মাজন ।
     সদঅর্থেই অনেক ফুটানি দাপদাপিয়ে বেড়ায় রুপাই । দুটো দাঁতহীন গহ্বরও তার এক সত্য গোঁয়ার্তুমির ওয়ারিশান ।
    বছর দশেক আগে , বয়স তখন দশ বছরের ছোট । তিরিশ ছোঁয়া এক বিপজ্জনক কাল । ধর্মে সইবে না এমন কাজ করতে গিয়ে, সখের চিত্রকর তার দুটো , সামনের পাটির দাঁত হারালো । কী সব ছবি ।  একটায় ,
      ঘরের মেয়ে বউ হয়ে বেঘরে যাচ্ছে , এক খাঁচা থেকে অন্য খাঁচায় পাঠানোর ট্র্যান্সফার ফী বা দালালি ফী নিচ্ছে ধর্মীয় নেতা ।
       দুই খানদানি তেল ঘিএ লুতুপুতু ভুঁড়ির মাঝখানে শীর্ণকায় নামাজির চেপ্টে যাওয়ার দলিল ।
       সোনাই শহরে এমন প্রদর্শনী শুধু রুপাই মিয়াই করতে পারে দাঁত খোয়ানোর জন্য । ছুটির দিনে মহাজন নন্দীকে পাঁঠা কেনায় উৎসাহিত করে রুপাই মিয়া ওরফে ফকির আহমেদ বড় ভুইঞা , তার ডাকাবুকো বাল্যবন্ধু বলে , সরকারি আলো নিগমে চাকরি করে । বলে, অন্ধকার মেরে আলোর উৎস রক্ষা করাই কাজ । বলে, আঁধার মহিষকে কটাতে গিয়ে নিজেও কাটা পড়তে পারি কোনদিন, তো ক্যা । মহাজন বন্ধুর এসব গোঁয়ার্তুমির কথায় ভয় পায় । বন্ধুর
জন্য গর্বও হয় আবার ভয়ও হয় । তাই ঘোর লাগা বোকা বন্ধু বেমুতালিক একটা প্রশ্ন করে বসে ,
 --- আইচ্ছা বেটা, অইছে । অখন দাত দুইটা বান্দাইলা । বান্দাইতে না নি ।
মহাজন জানে দাঁত না বাঁধানোতেই রুপাই মিয়ার বরফুটানি ।
অগূঢ় কথাটা বলে ফেলে স্বভূমে ফিরে আসে মহাজন । ধনুমিয়াকে উপেক্ষা করে সরাসরি পাঁঠার মালিককে বলে,
--- কতত দিবায় কইলাও । কালা বাইচ্চা ইটা । একশ , এক কতা, দিলাও ।   
পাঁঠার মালিকানা নিয়ে বন্ধুর দিকে ফেরে , বলে,
--- দেখ ফকির , তোর লাগি ধনী মাজন বেটার অতটাইন টেকা গেল , অখন তোর অনুকূল মহারাজ রে দিয়া গাড়িত উঠা আর চল মঙ্গলচণ্ডীপুর ।
 মহাজনের দরাদরিতে কাজ হয় না ।
  পাঁঠার দাম দিতে হয় দেড় শো টাকাই ।
 কথা ঠিক হয় অনুকূল ও তার প্রভু বিকেলের আগেই মঙ্গলচণ্ডীপুর পৌঁছবে । কারণ এসডিও সাহেবের বিভাগে আলোর বিতরণ নিয়ে ভজকট সামলাতে দুপুর গড়িয়ে যাবে ।
 স্থির হয়, পাঁঠা যাবে পুলিশের গাড়িতে ।
 পুলিশ বাহিনিও মহাজনকে পাঁঠা কিনতে দেখে দাঁড়িয়ে পড়ে । চক্রধর বলে,
--- কিনলা নি ।
 মহাজনের সম্মতি পেয়ে পাঠাওলাকে ধমকায় এএসআই । বলে,
  --- নতুন মানুষ পাইয়া খুব ঠগাইলে বেটা । পাঠা ছাগল বেচার লাইসেন আছে
নি তোর, দেখা ।
লোকটি জোড় হাত করে বলে,
 --- তুলা দিছি বাবু
--- হুঁ । যা গাড়িত উঠাইয়া দিয়া আয়, বালা করি বান্দিছ । মেনেজার বাবু চলঅইন ।
 --- যাইন , আইয়ার , বন্ধুরে তো নিমন্ত্রণ করলাম , বাড়ির ঠিকানা তো দেওন লাগব ।
এতক্ষণের রসিক মানুষটি পুলিশ দেখে রসের ধারায় ঘন হয়, হয় তির্যক । বলে,
 --- তুই যা, আমি বার করি লাইমু । ছোট শহরো দারোগারে চিনে চুরেয়ার ড্রাইভারে । কিন্তু হক্কলে চিনে পোস্টমাস্টর, ষ্টেশনমাস্টর আর হেড মাস্টর রে , ব্যাঙ্ক মাস্টররে ও চিনে ।
  --- না রে বা আমার খুব লো প্রফাইল । এক বছরর তো ডেরাডাণ্ডা । আগে আছলাম মেছো । অখন সংসারী মাইনষর কোয়ার্টার অইছে ।
   ---লো না হাই তো দেখিয়ার । পুলিশ লইয়া ঘুররে এক পাশশ টেকার সাইকেলর লাগি। 
   --- ব্যাঙ্ক র সাইকেল বেটা ।
  --- বুঝছি , অখন দেখবে নে চোররে তো ধরত নায়, খামকা কুনু নিরপরাধরে ধরব । দেখিছ ছাইকেল পাইতে নায় ।
  --- ইতা বাদ দে পাইলে পাইলাম নাইলে না । রেকর্ড রইল পুলিশর লগে তো ঘুরলাম । অখন ক কেমনে আইবে আমার বাড়িত ।
  --- চিনি নি কুনু , বার করিলাইমু ।
--- পারতে নায়, তিন রকমের পথ আছে ।
 --- ক, এক নম্বর ।
--- চন্দ্রপুর দিয়া ঢুকি যাইছ । মসজিদর ধারে দি রাস্তা ।
--- দুই নম্বর।
--- ষ্টেশন পার অইয়া , মাধব মন্দিরের সামনে ব্যাঙ্ক , কাচা রাস্তা পার অই যাওন লাগব । পার্কিং পাইবে ব্যাঙ্কর সামনে ।
--- তিন।
--- ই এক আতান্তরি পথ । পটাপট যাওয়া যায় । লেভেল ক্রুশিং দিয়া দুই মিনিটর হাটাপথ । কলেজ পার অইলেউ কবরখানা কালীবাড়ি । দুই কমিটিয়ে মারামারি , তুই ভুলেও যাইছ না । তুই গেলউ রায়ট লাগাই দিবে ।
 --- তে তো যাইমু ।
রুপাই মিয়া একদিকে , পুলিশের গাড়ি আমলার দিকে ধূলো উরিয়ে বাজার ছাড়ে।
পাঁঠা চেচায় বাবুল মিয়া বলে,
--- বেশি না স্যার , তিন কেজির বেশি অইত নায় গোস্ত । দাম কমউ নিছে দেড়শো নানি । চক্রধর বলে,
 --- ইঞ্জিনিয়ার আপনার বন্ধু ।
--- অয় দেখলা তো । আপনারেও চিনঅইন ।
--- চিনন লাগে । রুপাই মিয়া ই জিলার বড় বিপজ্জনক ব্যাক্তিত্ব , কনটিনজেণ্ট লায়বেলিটি  । আসামি নায়, আবার যে কুনু সময় ... আপনার বাল্য বন্ধু তো, কইন না কেনে ?
--- কিতা কইতাম ।
--- ইন্তাজ,  একটু  আস্তে যাও চাইন বা ।
  আমালার পুলের কাছে এসে চক্রধর গাড়ি থামাতে বলে। কয়েকটা সাইকেল জড়ো করা এক জায়গায়
 --- দেখি লাইন, এর মাঝে আসে নি আপনার । আমরা একটু আই গিয়া , ইনকাম আছে ।
    বাবুল মিয়া যাওয়ার আগে মহাজনকে জানিয়ে যায় বার্তা । ভিডিও শো হচ্ছে ভেতরে, বাইরে সাইকেল রেখে গেছে। কাঁচা ঘরটায় যেখানে শো হচ্ছে ঢুকে যায় তিনজনে ।
    গোটা পনের সাইকেল , একটা একটা করে দেখে মহাজন, আর পুলিশ বাহিনির উপর কৃতজ্ঞতায় অভিভূত হয় । কৃষ্ণপুর, নতুনবাজার, কয়া হয়ে এত ঘুরে , কাঁচা পাকা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে শুধু ব্যাঙ্ক এর এক সাইকেলের জন্য এত করল । সাইকেলটা ব্যাঙ্কের হলে কী হয় , নিয়ে তো বেরিয়েছিল মহাজন ।
    রবিবার এত ভোরে ব্যাঙ্ক এর সাইকেল নিয়ে কেন বেরবে , ম্যানেজারের সাইকেলের কী দরকার । ওর কাছ থেকেই তো উশুল করবে ব্যাঙ্ক । করলেও, কতই বা দাম , এর জন্য পুলিশ এত করবে ।
   এন্তাজ ড্রাইভার মহাজনের উপর খুব কৃতজ্ঞ , ওর বাবার কিছু টাকা ছিল শিলচর  শাখায়, হেয়ারশিপ সার্টিফিকেটের ঝামেলায় টাকা পাচ্ছে না, মহাজন ব্যবস্থা একটা করে দিয়েছে । টাকা পেয়েও যাবে এন্তাজ ।
    বাবুল মিয়া মহাজনকে বলে,
  --- চলঅইন স্যার , ইখানো পাওয়া যাইত নায় , ইখানো দিনর বেলা অন্য
লীলা ।
--- বাবুল ।
চক্রধর  ধমকের ডাক দেয় ।
চক্রধর গম্ভীর মানুষ। বলে,
--- পাওয়া যাইত না কেনে , অত সাইকেল ইখানো, একটা উঠাই লাও বাবুল ।
--- না না । আপনারা অত করছইন ।
 --- আমরা আর কিতা, করছে ইন্তাজে । গগৈ দারোগায় কইলে কিতা অইব , এন্তাজেরে কিতা জাদু করছইন, হে গাড়ি বার না করলে অইল না নে । পুলিশ এক সাইকেলর লাগি অততা ক্রী না ।
      ব্যাঙ্ক এর সামনে গাড়ি থামায় ইন্তাজ আলি ।
      কালা দাঁড়িয়েছিল মাধবমন্দিরের সামনে । মহাজনকে দেখে দৌড়ে রাস্তা পেরিয়ে আসে ওপার থেকে । বলে,
  --- সাইকেল পাওয়া গেছে আইজ্ঞা ।
      হারানো প্রাপ্তির খুশিতে কালার কণ্ঠে হাঁপ ।
     মহাজনের গলায়ও । খুশি উৎসুক হয়ে বলে,
 --- কই পাওয়া গেল বে ।
 --- আপনেউ রাখি আইছলা সুবুদদার চার দুকানো । আমি গিয়া আনছি ।
 --- বালা করচছ , অউ নে ।
 মহাজন কালাকে খুশির বখশিস দিতে পকেটে হাত দেয় ।
 --- কিতা কররা স্যার ।
তিনজন  পুলিশ কর্মীই একসাথে বাধা দেয় মহাজনকে । চক্রধর ছোট দারোগা বলে,
 --- ইগু কিগু কইন চাইন ।
 --- হে কালা , ব্যাঙ্কর জমাদারর পুয়া , আমার বাড়িত কাম করে ।
 --- হি তো বুঝলাম । বাবুল চিনরায় নি বা ।
এবার বাবুলের পালা । বলে,
--- অয় স্যার ইগুঅউত্ত একবার তিনদিন আছিল হাজতো । বিধুবাবুর বাড়িত চুরি করছিল ।
  নিশ্চিন্ত হয়ে চক্রধর ফরমান দেয়,
 --- উঠ উঠ , উঠাও ইগুরে ।
        অসহায় মহাজন তার ভাল পুলিশ দলকে অনুনয় করে ,
 --- দেখইন চক্রধর বাবু , হে অখন বালা অই গেছে , আমার বাড়িত থাকে তো , সব সময় দেখি , হে চুরি করছে না , ছাড়ি দেইন ।
 --- ইতারে আপনে চিনঅইন না স্যার , হাড়ে হাড়ে বদমাইশ , পুলিশরে একটু কাম করতে দেইন না ।
   পুলিশ বাহিনি হঠাৎই তৎপর হয়ে ওঠে ।
--- আমি জামিন চাইলে দিবা নি। ছেলেটা আমার লাগ... প্লিজ চক্রধর বাবু ।
  মহাজন ছোট দারোগার হাত দুটো জড়িয়ে ধরে ।
 --- কইরা যখন, ঠিক আছে , একটু লাড়ি চাড়ি ছাড়ি দিমু , ভাবঅইন না যেন।
ছাড়ি দিমু একবার বাবুল আইয়া আপনার একটা সই লই যাইব ।
চক্রধরের আদালতের রায় পাল্টায় না ।
পাঁঠা নামে, কালা ওঠে ।





শিকড়ের সন্ধানে -২
পূর্বদেশ গল্পপত্র
Vhsubratamazumdar07@nokiamail.com            

                                                  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লেখক পরিচিতি

তৃতীয় ভুবনের রূপকথা রণবীর পুরকায়স্থ