লেখক পরিচিতি




 রণবীর পুরকায়স্থ ( জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৪৯ ) আসামের বরাক উপত্যকার এক প্রান্তিক চা – বাগান লালখিরায় জীবনের যাত্রা শুরু করেছেন । তবে শৈশব থেকে প্রথম যৌবন কেটেছে বরাক উপত্যকার কেন্দ্রীয় শহর শিলচরে । স্নাতকোত্তর পাঠের জন্য গৌহাটি বিশ্ববিদ্যালয়ে দু–বছর কাটানোর মধ্য দিয়ে শুরু হয়েছে তাঁর জীবন পরিক্রমার অন্য এক পর্ব । বিদ্যায়তনিক পাঠ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রণবীর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যোগ দেন । চাকরিসূত্রে উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন শহরে ও গঞ্জে কর্মজীবনের প্রথম ধাপ কাটিয়ে রণবীর চলে আসেন মহানগর কলকাতায় । এখন তিনি কলকাতারই স্থায়ী বাসিন্দা । কিন্তু তাঁর সৃষ্টিজীবনে নিরন্তর সৌরভ ছড়িয়ে যাচ্ছে বরাক উপত্যকার জমি ও আকাশ আর তার আলো হাওয়া রোদ, তার সাংস্কৃতিক ও সামাজিক শিকড়-বাকড় । বরাক উপত্যকার ছোট পত্রিকায় গল্পকার রণবীর প্রথম আত্মপ্রকাশ করেন । ‘শতক্রতু গোষ্ঠী’র তিনি অন্যতম স্থপতি । কখনও কখনও সাময়িক বিরতি হলেও নিরবচ্ছিন্ন ভাবে লিখে চলেছেন তিনি । বাংলা ছোটগল্পের জগতে এই প্রচার-বিমুখ কথাকার ইতিমধ্যে নিজস্ব ঘরানার সৃষ্টি করেছেন । এখনও পর্যন্ত তাঁর পাঁচটা গল্পসংকলন প্রকাশিত হয়েছে যেখানে পাঠক খুঁজে পাবেন শিকড়ে জলের ঘ্রাণ, পাবেন বাংলা সাহিত্যের তৃতীয় ভুবনের প্রকৃত আত্মিক পরিচয় ।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃতীয় ভুবনের রূপকথা রণবীর পুরকায়স্থ